ডিমলায় আগুনে নিঃস্ব ৩ পরিবারের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন,
মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া বাঘকশা ডাঙ্গাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে ছফে মামুদের পুত্র লেবু মামুদ, এছারউদ্দিনের পুত্র হামিদুল এবং লেবু মামুদের পুত্র মমিন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা বাজারে ছিলেন এবং নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে অল্প সময়েই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও, ফায়ার সার্ভিস পৌঁছার আগেই তিনটি পরিবারের সাতটি টিনের ঘর, একটি ভ্যানগাড়ি, একটি গরু, হাঁস-মুরগি, সাত মণ ধান-ভুট্টা, দশ মণ চাল, ৫০ কেজি চাউল, নগদ টাকা, কাপড়চোপড়সহ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত লেবু মামুদ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তৎক্ষণাৎ ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। তাঁর এই নির্দেশনা অনুযায়ী, শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, শাড়ি, লুঙ্গি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন।
মানবিক সহায়তা প্রদানকারীদের মধ্যে ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা মহিলা দলের নেত্রী নুরজাহান বেগম, নাউতারা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম মাস্টার, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ধরনের উদ্যোগে এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আরও বৃহত্তর সহায়তার দাবি জানিয়েছেন। প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
কোন মন্তব্য নেই
দৈনিক সময়ের পত্রিকা