ডিমলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার তুহিন চৌধুরী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-
৪মে (রবিবার) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও জাসাস সহ সংগঠনের নেতাকর্মীরা সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে ডিমলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা বিএনপি।
ডিমলা উপজেলা বিএনপির কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হন। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্সমানিত সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রানা,সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান,সদর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, ও ডিমলা উপজেলা জাসাস এর সম্মানিত আহবায়ক আব্দুর রহিম বাদশা ও সম্মানিত যুগ্ন আহবায়ক মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন), সহ জাসাসের ১০টি ইউনিয়নের নেত্রীবৃন্দ ও বিভিন্ন অংগ সংগঠনের সভাপতি, সম্পাদক,সংগঠনের,নেতাকর্মী, স্থানীয় জনগণ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,তুহিন ভাইকে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমরা ডিমলা উপজেলার সকল নেতাকর্মী জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ সমাবেশ করলাম। যদি অতি দ্রুত মুক্তি না দিলে আগামীতে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।
কোন মন্তব্য নেই
দৈনিক সময়ের পত্রিকা