বিনামূল্যে ডিমলায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ২০০৭ সাল থেকে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলায় শনিবার (২৮জুন) সকাল ১১টায় ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
সুবিধাবঞ্চিত মানুষ যাদের চোখের ছানি অপারেশন এবং ঔষধ বা চশমা ক্রয় করার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাই উক্ত ক্যাম্পের উদ্দেশ্য। এতে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের চিকিৎসকবৃন্দ।
উপরোক্ত ক্যাম্পে প্রায় ১৩শত দরিদ্র মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৮০ জন ছানি রোগী, ৬৬০ জন রোগীকে চশমার জন্য সনাক্ত করা হয়। এর মধ্যে ৫০০ জন রোগীকে তৎক্ষণাৎ চশমা প্রদান করা হয় এবং বাকী রোগীদের আগামী ৫ জুলাই তারিখে এই কেন্দ্র হতে চশমা প্রদান করা হবে। এছাড়াও ৬৩০ জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ছানি রোগীদের ২৮ ও ২৯ জুন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে।
প্রধান অতিথি হিসাবে উক্ত চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা)’র সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, চোখ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার সুবিধা-বঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসায় লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার অঙ্গীকার। উক্ত ক্যাম্প হতে আপনারা বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়াও কারো কোন ধরনের চোখের চিকিৎসার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তৎক্ষণাৎ সুচিকিৎসা প্রদান করার যাবতীয় ব্যবস্থা গ্রহন করবো।
আমি অঙ্গীকার করছি যে অত্র ডোমার-ডিমলা অঞ্চলের সুবিধা-বঞ্চিত অধিবাসীরা চোখের সুচিকিৎসার অভাবে কষ্ট পাবে না। একটি মানুষও বিনা চিকিৎসায় অন্ধ হবে না। খুব শিঘ্রই অত্র অঞ্চলকে আমি অন্ধত্ব মুক্ত এলাকা হিসাবে ঘোষণা দিতে চাই। এর জন্য সকলের দোয়া কামনা করেন তিনি
উক্ত চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক গোলাম রব্বানী প্রধান, ও বাংলাদেশ জাসাস ডিমলা উপজেলার আহবায়ক মোঃ আব্দুর রহিম বাদশা ও সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফেরদৌস কিবরিয়া (নয়ন) সহ এলাকার গণ্যমান্য ব্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুবিধাবঞ্চিত অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য আরএসসি-ডিসিআই-এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন অতিথিগণ।
কোন মন্তব্য নেই
দৈনিক সময়ের পত্রিকা