বৈষম্যহীন রাষ্ট্রের শপথ ডিমলায় এনসিপির

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

নীলফামারীর ডিমলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা সমন্বয় কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলার বিজয় চত্বর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সভায় রাজনৈতিক উত্তেজনার মধ্যেও উদ্ভাসিত হয় নতুন প্রজন্মের বিকল্প রাজনৈতিক যাত্রার বার্তা।


সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলার প্রধান সমন্বয়কারী ও নাউতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমন্বয় কমিটির সদস্য এডভোকেট আসিফ ইকবাল মাহমুদ।

এছাড়াও বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান, জিয়ারুল ইসলাম জিয়া, খগাথড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাশেদুজ্জামান রাশেদ ও জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা তাদের বক্তব্যে বলেন,

“জুলাইকে বুকে ধারণ করে আমরা এগোতে চাই একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের পথে। অতীতের ফ্যাসিবাদী শাসনের মতো আর যেন কেউ গণতন্ত্রকে গলাটিপে মারতে না পারে, সে লক্ষ্যে এনসিপি নতুন অভিযাত্রা শুরু করেছে।”

তারা বলেন,

“আমরা ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তাই গণমাধ্যম ও জনসাধারণের সহযোগিতা আমাদের কাম্য। আমরা চাই – শুদ্ধ, মানবিক এবং স্বচ্ছ রাজনীতি গড়ে তুলতে।”

সভায় স্থানীয় পর্যায়ে এনসিপির সাংগঠনিক পরিকল্পনা, জনগণের সঙ্গে নিবিড় সংযোগ ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে নানা দিক তুলে ধরা হয়।


এনসিপি নেতারা উল্লেখ করেন,

“সাংবাদিক সমাজই গণমানুষের চোখ। আপনারা আমাদের পথ দেখান, আমরা সেই পথে রাজনীতিকে ফিরিয়ে আনতে চাই জনগণের দরজায়।”

রাজনৈতিক অঙ্গনে নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া এনসিপি’র এই পরিচিতি সভাকে ঘিরে ডিমলার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের নতুন বার্তা পাওয়া যাচ্ছে। জনগণের প্রত্যাশা এবং বিকল্প রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা—দুইয়ের মেলবন্ধনে এই কর্মসূচিকে গুরুত্ব সহকারে দেখছেন বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.