ডিমলায় কৃষক ও পার্টনার ফিল্ড স্কুল সদস্যদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

 মো: ফেরদৌসকিবরিয়া (নয়ন) প্রকাশক ও সম্পাদক:- 

২০২৪- ২০২৫ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)”-এর আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ জুন২০২৫) দিনব্যাপী ডিমলা উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. এস. এম. বকর সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামীমা ইয়াছমিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রকৌশলী উজ্জ্বল কুমার কর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ও সাবেক ছাত্র নেতা ও জেলা সদস্য জাতীয়তাবাদী জাসাস এর যুগ্ন আহবায়ক নয়ন, ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, ডিমলা উপজেলায় বর্তমানে ১৭টি পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রম চালু রয়েছে, প্রতিটি স্কুলে ২৫ জন করে সদস্য রয়েছেন—তাঁদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তোলা, কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা হচ্ছে। ধানভিত্তিক কৃষির বাইরে গিয়ে ডাল, তেল ও উদ্যানজাত ফসল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে শস্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। 

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক প্রতিনিধিদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্যোক্তা গড়ে তোলা এবং টেকসই কৃষি উৎপাদনব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.