সেনা মোতায়েনের পথে সিরিয়া
world news :-
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
গত রোববার দেশটির দক্ষিণাঞ্চলের এই প্রদেশে নতুন করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইন গোষ্ঠীর সদস্যদের মুখোমুখি সংঘর্ষে শত শত মানুষ নিহত হন।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইন গোষ্ঠীর সদস্যদের শান্ত করতে আবার সুয়েইদা প্রদেশে সেনা মোতায়েন করা হচ্ছে। এই অঞ্চলে সংঘাতের অবস্থার অবনতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই আবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান নিউজ অনুসারে, ইসরায়েল এর আগে সতর্ক করে বলেছিল, দক্ষিণাঞ্চল থেকে সিরিয়া সরকারি বাহিনীকে সরে যেতে হবে। এই সতর্কবার্তা দেওয়ার পরই গত শুক্রবার সিরিয়ার পালমিরা-হোমস মহাসড়কে হামলা চালায় ইসরায়েল। তারা মূলত সুন্নি বেদুইন গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই হামলা করে। এই হামলার দুই দিন পর আবার সিরিয়ার রাজধানী দামেস্কেও হামলা চালায় ইসরায়েল।
বেদুইন গোষ্ঠীর সদস্যরা জানিয়েছে, গত বৃহস্পতিবার সুয়েইদা প্রদেশ থেকে সিরিয়ার সরকারি বাহিনী সরিয়ে নেওয়ার পর দ্রুজদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে বেদুইনরা। তারপর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার মাধ্যমে একটি সুরাহার চেষ্টা করে তারা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এর আগে মঙ্গলবার ওই অঞ্চলে সরকারি সেনা মোতায়েন করার পর সংঘাতের মাত্রা বেড়ে যায়। একপর্যায়ে দ্রুজদের সুরক্ষা দিতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
কোন মন্তব্য নেই
দৈনিক সময়ের পত্রিকা