গুরুতর আহত শাহরুখ খান, নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে

আসন্ন ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হন শাহরুখ। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে ছবির একটি অ্যাকশন দৃশ্য ধারণ করা হচ্ছিল। তাতে অংশ নিয়ে চোট পান অভিনেতা। শরীরের কোন অংশ আঘাতপ্রাপ্ত হয়েছেন তা জানা যায়নি। 

তবে খবর এসেছে আঘাত এতটাই গুরুতর যে আগামী দুই মাসের মতো শুটিং করতে পারবেন না তিনি। এই দুই মাস তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ফলস্বরুপ পিছিয়ে গেছে ছবির শুটিং। জানা গেছে, আগামী সেপ্টেম্বরের শেষের দিক কিংবা অক্টোবরের মাঝামাঝি ‘কিং’ ছবির কাজ শুরু হবে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। 

অনেক দিন ধরে আলোচনায় ‘কিং’ সিনেমাটি। সম্প্রতি এটির শুটিংয়ে ব্যস্থ সময় কাটাচ্ছিলেন শাহরুখ। কয়েক মাস ধরে কয়েক দফায় লন্ডনে শুটিং চলছিল ছবির। সেখান থেকে মুম্বাইয়ে শুটিং সেট পাততেই দুর্ঘটনার কবলে শাহরুখ। 


কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.