কেন আক্রমণ করছে যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদীরা `মামদানিকে `
Dex news online :-
নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে ‘বিস্ময়কর’ জয় পেয়ে এক নতুন বাস্তবতা সৃষ্টি করেছেন মুসলিম প্রার্থী জোহারান মামদানি। প্রগতিশীল এজেন্ডা—যেমন শহরজুড়ে ভাড়া স্থগিত, ট্যাক্স অর্থে শিশু যত্ন এবং দ্রুত ও নিখরচা বাস পরিষেবা—নিয়ে তিনি নির্বাচনে লড়েন এবং ২৫ জুন নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে মেয়র নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত হন।
তবে এই জয়ের পর থেকেই, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের একাংশ মামদানির বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু করেছে-তার মুসলিম পরিচয়, প্রগতিশীল রাজনৈতিক অবস্থান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনার কারণে।
‘জিহাদি জোম্বি’ আখ্যা ও পাকিস্তান তত্ত্ব
গত সপ্তাহে কুইন্সে একটি অনুষ্ঠানে ভারতের উগ্র হিন্দুত্ববাদীকর্মী কাজল শিঙ্গালা মামদানিকে আক্রমণ করে বলেন, ‘ও জিহাদি জোম্বি... ও মেয়র হলে নিউইয়র্ক পাকিস্তান হয়ে যাবে।’ তার এ মন্তব্যে হলভর্তি দর্শক করতালি দেন।
শিঙ্গালা ভারতীয় মিডিয়ায় অন্যতম ইসলামবিদ্বেষী ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি মুসলিমদের ধর্ষক, সন্ত্রাসী এবং তথাকথিত ‘লাভ জিহাদ’-এর অংশ হিসেবে অপবাদ দিয়ে থাকেন।
মামদানির বিরুদ্ধে তার এসব বক্তব্য নিউ ইয়র্কের গুজরাটি সমাজ, বৈষ্ণব মন্দির ও ব্রাহ্মণ সমাজের মতো সংগঠনের মঞ্চে উঠে আসে।
মামদানি এক মেয়রাল ফোরামে ২০০২ সালের গুজরাট দাঙ্গাকে ‘মুসলিমদের গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন। সেই দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। মামদানি তাকে ‘যুদ্ধাপরাধী’ বলেন—এ বক্তব্যই ভারতের হিন্দুত্ববাদীদের ক্ষুব্ধ করেছে।
কোন মন্তব্য নেই
দৈনিক সময়ের পত্রিকা