‘কিস ক্যাম’ কী, এই ক্যামেরা কাদের দেখায়

 

 কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে। তাঁরা আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে গানের তালে তালে দুলছিলেন

  নিউজ ডেক্স :- 

 কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে। তাঁরা আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে গানের তালে তালে দুলছিলেন   

যুক্তরাষ্ট্রে কোল্ডপ্লের এক কনসার্টে দর্শকেরা গান শুনছিলেন, আর বিশাল পর্দা দর্শকদের মাঝে খুঁজছিল ‘স্পটলাইট জুটি’ (আকর্ষণের কেন্দ্রে থাকা জুটি)। হঠাৎ পর্দায় ভেসে উঠল একজন নারী ও একজন পুরুষ—দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে গানের তালে দুলছিলেন। মুহূর্তেই গোটা স্টেডিয়ামের চোখ তাঁদের দিকে। আর তখনই বোঝা গেল—এটা ‘কিস ক্যাম’!

 

ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে গত বুধবারের এ দৃশ্য ভাইরাল হতে দেরি হয়নি একটুও।

ভিডিওতে দেখানো পুরুষটি প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী (সিইও) অ্যান্ডি বাইরন। আর ওই নারী অ্যাস্ট্রোনোমারের প্রধান জনসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট। বড় পর্দায় দেখা যাওয়া তাঁদের আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর অ্যাস্ট্রোনোমার বাইরনকে প্রথমে ছুটিতে পাঠায়। গতকাল শনিবার কোম্পানির পক্ষ থেকে বাইরনের পদত্যাগের খবর জানানো হয়। 

‘কিস ক্যাম’ কী

‘কিস ক্যাম’ হলো একটি জনপ্রিয় সামাজিক বিনোদনের অংশ—ক্যামেরা সেগমেন্ট (বিশেষ ক্যামেরা–ঝলক)। এটি সাধারণত স্টেডিয়াম, বড় কোনো উৎসব, কনসার্ট বা অন্যান্য জনসমাগম অনুষ্ঠানে বড় পর্দায় দেখা যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় এটি বেশ জনপ্রিয়। এটা মূলত ‘ফান ট্র্যাডিশন’ হিসেবে পরিচিত।

খেলার বিরতি বা টাইমআউটের সময় একটি ক্যামেরা দর্শকদের স্ক্যান করে কোনো জুটিকে বেছে নেয়। তাঁদের ছবি বা ভিডিও স্টেডিয়ামের বিশাল পর্দায় দেখানো হয়। প্রেমের সুর বা ঘোষকের কোনো হাস্যরসাত্মক ঘোষণার মধ্য দিয়ে এ জুটিকে বিশেষ কোনো দৃশ্যে নিজেদের তুলে ধরতে উৎসাহ দেওয়া হয়। কিস ক্যাম মাঝেমধ্যে এমন কিছু মুহূর্ত ধরে ফেলে, যা দেখে দর্শক হাসেন, চিৎকার করেন আর ওই জুটি লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন। 

 

 যেভাবে শুরু

কিস ক্যামের প্রচলন হয় ১৯৮০-এর দশকের শুরুতে, ক্যালিফোর্নিয়ায়। পেশাদার বেসবল ম্যাচে নতুন যুক্ত করা বিশাল ভিডিও পর্দাগুলো বিরতির সময় ব্যবহার করে দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এটি চালু হয়। প্রথমে মজা করার জন্য শুরু হলেও ধীরে ধীরে খেলার মাঠে এটি একটি জনপ্রিয় রীতি হয়ে ওঠে। পরে তা বিভিন্ন খেলাধুলার লিগ ও ইভেন্টে ছড়িয়ে পড়ে।

প্রথাটি সাধারণত যুক্তরাষ্ট্র ও কানাডার বেসবল, বাস্কেটবল, আমেরিকান ফুটবল ও হকি ম্যাচগুলোয় বেশি দেখা যায়। তবে এটি কনসার্ট, উৎসব ও অন্যান্য বড় জনসমাগমস্থলেও ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কিস ক্যাম শুধু রোমান্টিক জুটির মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং এটি পারিবারিক বন্ধন, বন্ধুত্ব ও মাঝেমধ্যে মজার ছলে কৌতুকপূর্ণ পরিস্থিতি তৈরি করতেও ব্যবহৃত হয়।

কিস ক্যামের উদ্দেশ্য

কিস ক্যামের মূল উদ্দেশ্য হলো দর্শকদের মধ্যে হাস্যরস ও রোমান্টিকতা সৃষ্টি করা। এটি কোনো খেলার বিরতিতে বা খেলার উত্তেজনা যখন কিছুটা কমে যায়, তখন দর্শকদের মাতিয়ে রাখার একটি উপায় হিসেবে ব্যবহৃত হয়। অনেক সময় প্রথাটি অপ্রত্যাশিত বা মজার মুহূর্ত তৈরি করে, যেমন যখন কোনো বন্ধুকে তার বন্ধুর সঙ্গে বা পরিবারের সদস্যকে পরিবারের অন্য সদস্যের সঙ্গে পর্দায় দেখানো হয় এবং তাঁরা মজার ছলে একে অপরের গালে চুম্বন করেন।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.