জমি বিরোধে সংঘর্ষ: আগুন-ভাঙচুর ডিমলায় , আহত ১০


মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা মেডিকেল মোড় বাবুপাড়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই হিন্দু পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। একইসঙ্গে বাড়িতে আগুন লাগানো এবং মন্দিরের মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে। আহতদের মধ্যে রয়েছেন বিভূতী লাল পক্ষের সুখদেব, বিনারানী, সুমন ও আমজাদ এবং অপর পক্ষের স্বপন রায়, লাবনী রায়, অধিবাসী রায় ও সাবিত্রী। 


আহতরা ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত বিভূতী লাল জানান, ২০১৩ সাল থেকে তাদের সাথে স্বপন রায় গংয়ের জমি বিরোধ চলে আসছে। বিগত সরকারের সময় স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে একটি চলেনামা তৈরি করে তা আদালতে দাখিল করা হয়। আদালত গত ১৭ জুলাই একটি আদেশ প্রদান করেন। সেই নির্দেশনা অনুযায়ী, রবিবার দুপুরে জমির সীমানা নির্ধারণ ও বেড়া নির্মাণের সময় হঠাৎ স্বপন রায় গংয়ের লোকজন তাদের ওপর হামলা চালায় এবং বাড়িতে আগুন লাগিয়ে মন্দিরের মূর্তি ভাঙচুর করে ফাঁসানোর চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, স্বপন রায় দাবি করেন, আদালতের কোনো আদেশ সম্পর্কে তারা অবগত নন। 


বিভূতী লাল গং হঠাৎ তাদের বাড়ির সামনে জমিতে বাঁশ কেটে বেড়া নির্মাণ শুরু করলে বাধা দিলে তারাই প্রথমে হামলা চালায়। এ ঘটনায় আহত আমজাদ হোসেন বলেন, “আমি বিভূতী লালের কাছ থেকে ২০২৪ সালে দশ শতক জমি কিনি। আজ জমি বুঝে দেওয়ার কথা বলে আমাকে সেখানে ডেকে আনা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ বেধে যায় এবং আমাকে মাথায় আঘাত করা হয়।” খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার ও ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী। ওসি ফজলে এলাহী বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।” পূর্ব শত্রুতাজনিত জমি বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়ার ঘটনাটি নতুন করে সামাজিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশ্ন সামনে এনেছে। প্রশাসন বলছে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.