নোবেল আবারও বিতর্কে

 

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

  একের পর এক বিতর্ক সৃষ্টি করে যাচ্ছেন সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। চলতি বছরের মে মাসে ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন। অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়। এমন ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও তিনি সংবাদের শিরোনাম হয়েছেন।

 

এবার নোবেল মদ্যপ অবস্থায় উবারচালককে মারধর করলেন। এমন ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি নিয়ে এখন তুমুল আলোচনা সমালোচনা চলছে।

 

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নোবেল মদ্যপ অবস্থায় একটি বাড়ির সামনে প্রাইভেটকার চালককে মারধরে করছেন। এ সময় নোবেলের পরনে ছিল সাদা টি-শার্ট এবং জিন্স প্যান্ট। চালককে মারধর সময় গায়কের পায়ে কোনো জুত ছিল না।

 

 নোবেল বছর দুয়েক আগে মদ্যপ অবস্থায় মঞ্চে গান গাইতে উঠে বিতর্কের জন্ম দিয়েছিলেন নোবেল। সে সময় নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছিলেন। এরপর থেকে আর তার গানের মঞ্চে দেখা মেলেনি। হঠাৎ একদিন তার সোশ্যাল মিডিয়ার লাইভে এসে জানান, নেশা থেকে মুক্তি পেতে রিহ্যাবে ছিলেন তিন মাস। 

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.