ডিমলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ডিমলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক বাবু উৎপল কান্তি সিংহ এবং সঞ্চালনায় ছিলেন বাবু কনক কুমার অধিকারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, সভাপতি, ডিমলা উপজেলা বিএনপি।
এছাড়াও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা ফ্রন্ট আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সদস্য গোলাম রব্বানী প্রধান, সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও জেলা সদস্য ও বতমান জাসাস সিনিয়র যুগ্ন আহবায়ক মো: ফেরদৌস কিবরিয়া (নয়ন), ও ফ্রন্টের সদস্য সচিব বাবু জ্যোতি রঞ্জন রায়, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাবু সুভাষ চন্দ্র, মনোরঞ্জন সিংহ রায়, বাবু নারায়ণ চন্দ্র রায়, বাবু তুলেশ চন্দ্র রায়, বাবু নিখিল চন্দ্র সরকার, বাবু দুলাল চন্দ্র রায়, বাবু সুনীল চন্দ্র রায়, বাবু সুভাষ চন্দ্র রায়সহ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি নেতা-কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “আপনাদের পাশে আমি সবসময় আছি। যেকোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সমাধানের চেষ্টা করব।”
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভাটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সম্পৃক্ততায় একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
কোন মন্তব্য নেই
দৈনিক সময়ের পত্রিকা