Top News

ড্যাবের নির্বাচন: সুপার ফাইভে মুখোমুখি আজ দুই প্যানেল

 বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে আজ শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

জানা গেছে, সারাদেশের জাতীয়তাবাদী তিন হাজার ১৩৯ চিকিৎসক ভোটের মাধ্যমে ড্যাবের নেতৃত্ব নির্বাচিত করবেন। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ড্যাবের এই নির্বাচনে সুপার ফাইভে জায়গা পেতে লড়ছে দুটি প্যানেল। নির্বাচনকে ঘিরে স্বাস্থ্য প্রতিষ্ঠান চষে বেড়াচ্ছেন তারা। প্যানেল দুটি হলো— ডা. আজিজ-ডা. শাকুর প্যানেল ও ডা. হারুন-ডা. শাকিল প্যানেল।ড্যাবের নির্বাচন: সুপার ফাইভে মুখোমুখি আজ দুই প্যানেল 

 

 এদিকে এই পাঁচ পদে লড়তে প্রাথমিকভাবে ৯৫ জন প্রার্থিতা ঘোষণা করেছেন। কিন্তু চূড়ান্তভাবে নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয় দুটি প্যানেল। এই দুটি প্যানেল পৃথকভাবে সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের অনুসারী। প্যানেলের বাইরেও সভাপতি পদে লড়ছেন ড্যাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডা. ওবায়দুল কবির।

আজিজ-শাকুর প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন ড্যাবের সাবেক সভাপতির দায়িত্ব পালন করা অধ্যাপক এ কে এম আজিজুল হক। ওই প্যানেলের মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম জন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন ডা. আবু মো. আহসান ফিরোজ।

অপরদিকে ডা.হারুন-শাকিল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ড্যাবের সাবেক সভাপতি হারুন আল রশীদ। এবারও সভাপতি প্রার্থী তিনি। এই প্যানেলে মহাসচিব পদে লড়ছেন ডা. জহিরুল ইসলাম শাকিল। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন ডা. মো. খালেকুজ্জামান দিপু।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার। তফসিল অনুযায়ী, ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩১ জুলাই প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন কেবল ভোটগ্রহণের অপেক্ষা।

Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন