Top News

শতাধিক নেতা কর্মীর পদত্যাগ ডিমলায় গণঅধিকার পরিষদের

 

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী পদত্যাগ করেছেন। গত শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিমলা উপজেলা খাগারহাট মিনি এস্টেডিয়াম মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। 

সবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন,

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নানা ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটছে। তারা বলেন, দল গঠনের প্রাথমিক আদর্শ থেকে সরে গিয়ে এখন কমিটি বাণিজ্য, দখলদারিত্ব এবং ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে তৃণমূল পর্যায়ের কর্মীদের মূল্যায়ন হচ্ছে না।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ডিমলা উপজেলা শহর শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী

লিখিত বক্তব্যে তারা আরও ল্লেখ করেন, আমরা গণঅধিকার পরিষদের প্রতি আন্তরিকভাবে শ্রম দিয়েছি। কিন্তু নেতৃত্বের গুটিকয়েক ব্যক্তি স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে সংগঠনকে দুর্বল করে তুলেছে। এতে দলীয় আদর্শ ও কর্মীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এ পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে সব ধরনের পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।

Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন