সাদুল্লাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

 











গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর-আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্যাহিল কবীর ফারুককে (৫০) গ্রেফতার করা হয়েছে।

সদর থানা পুলিশ রবিবার (২২ ডিসেম্বর) ভোরে গাইবান্ধা পৌরসভার পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।

এই ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানায়, গত ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা-ভাংচুর ও আগুনের ঘটনায় জড়িত শহিদুল্যাহিল কবীর ফারুক। গোপন খবরে অভিযান চালিয়ে রবিবার (২২ ডিসেম্বর) ভোরে তাকে জেলা শহরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানায়, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.