মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :
এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পরই শুরু হয়েছিল নাটক। ফাইনাল শেষ হওয়ার পর সবার নজর ছিল, কার হাত থেকে ট্রফি নেন ভারতীয় ক্রিকেটাররা! খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটাররা মাঠেই দাঁড়িয়েছিলেন। ওই সময় পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পাওয়া যাচ্ছিল না।
শোনা গেছে, ভারত জানিয়ে দিয়েছে, তারা মাহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেবে না। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এই একই কথা বলেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
ভারতীয়রা ট্রফি না নেওয়ার দাবি তুললেও মাঠেই ছিলেন নাকভি। কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। নাকভিকে দেখে বোঝা যাচ্ছিল, বেশ রেগে রয়েছেন তিনি। খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পর সাজঘর থেকে বেরিয়ে আসেন পাকিস্তানের ক্রিকেটারেরা। সোয়া একঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রথমে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হচ্ছিল। তারপর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল নিতে ডাকা হয়। সেখানেও নাটক। সঞ্চালক সাইমন ডুল জানান, পাকিস্তান ক্রিকেটারদের মেডেল দেবেন নকভি; কিন্তু আদতে দেখা যায়, এশীয় ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাদের মেডেল দিচ্ছেন। এশিয়া কাপে রানারআপ হওয়ায় প্রায় ২ কোটি টাকার চেক পেয়েছে পাকিস্তান। অধিনায়ক সালমান আলি আগা সেই চেক ছুড়ে ফেলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা