সোনাম ওয়াংচুক গ্রেফতার, লাদাখে ক্ষোভের আগুন মোদী সরকারের জন্য কতটা চিন্তার?

  পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখের আন্দোলন বুধবার সহিংস হয়ে ওঠে

  বিবিসি নিউজ: 

 পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখের আন্দোলন বুধবার সহিংস হয়ে ওঠে

পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফশিল অনুযায়ী রক্ষাকবচের দাবিতে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে আন্দোলরত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার তরুণদের বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠে, মৃত্যু হয় চার জনের। আহত হন ৫০এর বেশি মানুষ, যাদের একটা বড় অংশ পুলিশ-কর্মী।

যুব-সমাজের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে 'লাদাখ অ্যাপেক্স বডি' এবং 'কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' নামে দুটি সংগঠন। তবে আন্দোলনের মুখ হিসাবে ছিলেন 'থ্রি ইডিয়েটস' ছবির সূত্রে বহুল পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক।

read more ........................ 

 


Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন