‘ভারতকে রুশ-চীনা প্রভাব থেকে দূরে রাখার প্রচেষ্টা বুমেরাং’

 যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন। বলেছেন, দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের একটি বড় কূটনৈতিক কৌশল ছিল ভারতকে রাশিয়া ও চীনের প্রভাব থেকে দূরে রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকে শুরু করে শীতল যুদ্ধ (কোল্ড ওয়ার) ও সোভিয়েত ইউনিয়নের পতনের পর পর্যন্ত এই নীতি ধারাবাহিকভাবে চলেছে।

 বোল্টনের মতে, বহু বছর ধরে মার্কিন প্রশাসন এতে যথেষ্ট সফলও হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, বিশেষ করে শুল্কযুদ্ধ সেই সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

  ‘ভারতকে রুশ-চীনা প্রভাব থেকে দূরে রাখার প্রচেষ্টা বুমেরাং’

 dex news :-

বোল্টন বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করেছেন, যাতে ভারত আবার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে’। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই নীতি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং আমেরিকার ‘ইন্দো-প্যাসিফিক’ কৌশলে মূল স্তম্ভ হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ভারতকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই দূরত্ব বাড়তে থাকে, তাহলে প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, এমনকি কোয়াডের কার্যক্রমও প্রভাবিত হতে পারে। 


Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন