নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিদেশি গণমাধ্যমে যা বললেন ড. ইউনূস





DEX NEWS :-

বুধবার সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ওই সাক্ষাৎকারটি এখানে হুবহু তুলে ধরা হলো-  প্রশ্ন: প্রফেসর ইউনূস আমাদের সঙ্গে যোগ দেয়ার জন্য ধন্যবাদ। আজ আমরা এই সাক্ষাৎকার রেকর্ড করছি ১৩ই আগস্ট। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এক বছর  আট দিন এবং আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার এক বছর ও সাত দিন আজ। এছাড়াও আপনি ওই পদে শপথ নেয়ার এক বছর পাঁচ দিন আজ। ওই সময় আপনার সামনে কমপক্ষে চারটি খুব নির্দিষ্ট লক্ষ্য ছিল। আপনি কি সেই লক্ষ্যগুলো পূরণ করতে পেরেছেন?

ড. মুহাম্মদ ইউনূস: আমরা এগিয়ে যাচ্ছি। এটি কখনও সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয়। কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা। নিজেরা স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি। একটি লক্ষ্য ছিল সংস্কার- অনেক কিছু সংস্কারের প্রয়োজন। কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদিসহ যেসব ব্যবস্থা পেয়েছি তার সবই ছিল জালিয়াতির, সব কিছুর ছিল অপব্যবহার এবং শোষণ- যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়। ওই সরকার এই সুযোগ নিয়েছে। পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে। যখন আমরা সরকারি দায়িত্ব নিলাম, তখন আমরা দেখেছি রিখটার স্কেলে ৯ মাত্রার একটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি, সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে।

প্রশ্ন: তাই যারা প্রাণ হারিয়েছেন তাদের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করা, অন্তত গত বছরের গণঅভ্যুত্থানে এবং সম্ভবত তার আগেও গণতান্ত্রিক সংস্কার, শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করবেন। পরিশেষে এই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে নিশ্চিত করবেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেটা আপনি পরবর্তী সরকারের হাতে দিয়ে যাবেন?

 

Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন