রাতে পাথর উত্তোলন, দিনে মজুদ
নিজস্ব প্রতিনিধি :-
নীলফামারীর ডিমলা উপজেলার আদাবাড়ি এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে হাসিনুর আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া ও তার ছেলে হাছিনুর আলম পাথর উত্তোলন মেশিন ব্যবহার করে রাতের অন্ধকারে বিপুল পরিমাণ উত্তোলিত পাথরগুলো হাছিনুর আলম তার মেসার্স জুবায়েত ট্রেডাস এ মজুদ করছে। পরবর্তীতে পাথর ভাঙার মেশিনে ছোট ছোট টুকরো করে এসব পাথর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ফোনে তার সঙ্গে কথা বলিলে সে এ পাথর গুলো এক এক সময়ে এক এক জনের নামের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ পাথর গুলো তার মেসার্স জুবায়েত ট্রেডাসে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, যে, এরা বাবা ও ছেলে খুবই চালাকও ধ্রত ব্যক্তি, অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। পাথর ভাঙার সময় উৎপন্ন ধুলাবালি আশপাশের মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। তাছাড়া কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশও হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এভাবে পাথর উত্তোলন ও ভাঙার কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। দ্রুত প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।


একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা