Dex News :-
গণবিক্ষোভের আগুনে পুড়ছে নেপাল। প্রধানমন্ত্রী খড়্গাপ্রসাদ (কেপি) শর্মা ওলির পদত্যাগের পরও থামছে না অশান্তি। এই পরিস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছে সেনা। রাজধানী কাঠমান্ডু-সহ হিমালয়ের কোলের দেশটির কোনায় কোনায় টহল দিচ্ছে ফৌজ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, চলতি মাসেই ভারত সফরে আসার কথা ছিল ওলির। ঠিক তার আগেই গোর্খাভূমিতে ক্ষমতার ভরকেন্দ্র বদলে যাওয়ার গণআন্দোলনকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন। প্রকাশ্যে চলে এসেছে ষড়যন্ত্রের একাধিক তত্ত্বও।
একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা