আত্মহত্যা করেছেন কিংবদন্তি অভিনেত্রী

 






হলিউড কিংবদন্তি অভিনেত্রী ও সমাজকর্মী সুসান কেন্ডাল নিউম্যান মারা গেছেন। গত ২ আগস্ট আত্মহত্যা করেন তিনি। অভিনেত্রীর পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতার কারণে আত্মহত্যা করেন সুসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘সুসান তাঁর তীক্ষ্ণ বুদ্ধি, উদারতা, পরিবার ও বন্ধুদের প্রতি গভীর ভালবাসার কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আপনারা তাঁকে সবাই মিস করবেন। সুসান ছিলেন অভিনেত্রী, এমি-মনোনীত প্রযোজক এবং সমাজকর্মী। পাশাপাশি তিনি কিংবদন্তি অভিনেতা পল নিউম্যান ও তাঁর প্রথম স্ত্রী জ্যাকি উইটের জ্যেষ্ঠ কন্যা।’

১৯৭৮ সালের ‘I Wanna Hold Your Hand’ সিনেমার জন্য দর্শকমহলে পরিচিত পান তিনি। রবার্ট জেমেকিস পরিচালিত এই ছবিতে সুসান অভিনয় করেছিলেন এক তরুণীর চরিত্রে। 

এর আগে, ১৯৭৫ সালে জেরি অ্যাডলার ব্রডওয়ে পরিচালিত ‘We Interrupt This Program...’ নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। শোন যায়, নাটকটি চলাকালীন একদল বন্দুকধারী দর্শকদের মধ্যে ঢুকে থিয়েটার দখল করে নেয়। 

Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন