গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

 কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। এ জেলায় গত তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত এখানকার মানুষের জীবন। হিমেল হাওয়ায় বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

সরেজমিনে দেখা যায়, রাস্তায় লোকজনের চলাচল একবারেই সীমিত। নিতান্ত প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষেরই কেবল দেখা মিলছে পথে ঘাটে। প্রচণ্ড শীত উপেক্ষা করে শ্রমিক, রিকশাচালক, ফেরিওয়ালাসহ বিভিন্ন পেশার মানুষ পেটের তাগিদে কাজে বের হয়েছেন। ঘন কুয়াশার কারণে আঞ্চলিক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধা শহরের  বিভিন্ন স্থানে দেখা যায়, কুয়াশার সঙ্গে মৃদু বাতাসে শীতে কাতর মানুষ বাড়ি কিংবা চায়ের দোকানের চুলার আগুনে উষ্ণতায় শীত নিবারণের চেষ্টা করছে। সেইসঙ্গে চায়ের দোকানে চায়ের চুমুকে হাড় কাঁপানো শীত থেকে উষ্ণতা খুঁজছেন।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.