ডিমলায় ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা

 

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

নীলফামারীর ডিমলায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মানব উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে ও ডিমলা ব্র্যাকের এসোসিয়েট অফিসার আসরাফুন নূর সঙ্গী ও জলঢাকা উপজেলা এসোসিয়েট অফিসার বিথীকা রানী রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা সমন্বয়ক মোঃ আখতারুল ইসলাম।

সভায় বক্তব্যে রাখেন- এলাকা ব্যবস্থাপক (এসডিপি) ধর্ম নারায়ন রায়, ব্যবস্থাপক (প্রগতি) বুলবুল ইসলাম, জেলা ব্যবস্থাপক আরিফুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা এসোসিয়েট অফিসার আব্দুল মালেক, ডিমলা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, ইউপি সদস্য ব্যবসায়ী, প্রশিক্ষনার্থীগণ স্থানীয়  সাংবাদিককর্মী।
এ সময় বক্তরা বলেন- ব্র্যাকের মাধ্যমে উপজেলার তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজ করা হচ্ছে। এছাড়া বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি টিকটক পিইটি অর্থায়নে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বেকার যুবক-যুবতীদের কর্মদক্ষতা তৈরি করতে নীলফামারী ডিমলা উপজেলায় উদ্যোগে মোট ১১টি পৃথক পৃথক ট্রেডে ১৮-৩৫ বছর বয়সী নারী-পুরুষদের ২৫ জন করে দুই ট্রেডে ৫০ জনকে ট্রেনিং এর আওতায় নিয়ে উদ্যোক্তা তৈরী করে তাদেরকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।



কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

কেন সাংবাদিক তুহিনকে হত্যা, কী ঘটেছিল সেখানে?

বাংলাদেশ নিউজ :-  গাজীপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে।  একই দিনে টেনেহিঁচড়ে নিয়ে মারধর এমনকি...

Blogger দ্বারা পরিচালিত.