ডিমলায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

 

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর গয়াবাড়ি ইউনিয়নের বৃহত্তম শুটিবাড়ির হাটে এ সভার আয়োজন করা হয়। গয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তহিবুল ইসলামের  সঞ্চালনায় ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নানের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।

উপস্থিত মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। উদ্বোধনী বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান সবুজ। যুগ্ম-আহ্বায়ক মো. এনামুল হক রেজা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ-উল- ইসলাম লিটন, সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান, গয়াবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ লিটন, সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী-খুনি হাসিনার আমলে আমরা শান্তিপূর্ণ একটি মিছিল পর্যন্ত করতে পারিনি। আমাদের মতামত জানিয়ে একটি লিফলেট বিতরণ করলেও তার পেটুয়া পুলিশ বাহিনী আমাদের তাড়িয়ে দিয়েছে। যৌক্তিক কোন ধরনের আন্দোলন করতে দেয়নি। আওয়ামী লীগ দমন-পীড়নের মাধ্যমে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলো। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে একটি জিম্মি রাষ্ট্রে পরিণত করেছিলো। পালিয়ে যাওয়া সরকার আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছিলো, ফ্যাসিস্ট পতিত সরকারের সময় আমরা পালিয়ে বেড়িয়েছি। 

অন্যান্য বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ে অর্জিত স্বাধীনতা বিলিন হয়ে যাবে যদি গণতন্ত্রের স্বাদ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি। আর কোনো সহিংসতা নয়, সহিংসতাকারীদের বাংলাদেশের মাটিতে আর সংগঠিত হতে দেয়া হবে না। জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই নিতে হবে। লুটেরাদের সীমাহীন লুটপাটে বিলিয়ন-মিলিয়ন কোটি ডলারের ঋণের বোঝা মাথায় ভঙ্গুর বাংলাদেশকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে। যুদ্ধ এখনো শেষ হয়ে যাইনি, জনগণের যুদ্ধ তো সবে শুরু। শেখ হাসিনাসহ তার দোসরদের গণহত্যা, সীমাহীন দুর্নীতি, খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে। আগামীতে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ডোমার-ডিমলা আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করার সকলের প্রতি আহবান জানান।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

কেন সাংবাদিক তুহিনকে হত্যা, কী ঘটেছিল সেখানে?

বাংলাদেশ নিউজ :-  গাজীপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে।  একই দিনে টেনেহিঁচড়ে নিয়ে মারধর এমনকি...

Blogger দ্বারা পরিচালিত.