এছাড়া ফারজানাকে কিভাবে রনি বিয়ে করেছিল, কেন বিয়ে করেছিল, কেন তাকে ডিভোর্স দিয়েছে-এসব বিষয় তুলে ধরেছেন ইলিয়াস।আবার রনির প্রতারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিকটিম নিজেও।তবে ফারজানা-রনির অডিও রেকর্ড ফাঁস এবং ইলিয়াসকে দেওয়া ফারজানার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর।
স্বামী থাকার পরও রনি কেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল- ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন, রনি আমাকে কখনো প্রেম করার জন্য অফার করে নাই। সে জানতো আমার স্বামী আছে। তবে সে আমাকে বিয়ের কথা বলত। আমি বললতাম- আমার তো স্বামী আছে, আমি তো ভালো আছি, আমি তো আপনাকে বড় ভাই হিসেবে জানি। আপনি যদি বিয়ে করতে চান, অন্য কাউকে করেন।এ কথা শুনে তখন সে কোনো কথা বলত না। অনেক দিন পর আবার সে বলত- ‘আমি ফ্যামিলিতে অনেক অশান্তিতে আছি। আমি আসলে ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই’।
‘এরপর হোটেল রেডিসনে আমরা বিয়ে করি।এর মধ্যে রনির বড় ছেলের বিয়ে হয়।বিয়ের পর আমি বললাম- আমি কি আসব? সে বলল- ঠিক আছে আসো। আমি বললাম- আমি আসলে সবার সঙ্গে কী বলে পরিচয় করিয়ে দিবা? সে বলে- এই মুহূর্তে এটা সম্ভব না। তখন আমি বললাম- ঠিক আছে আমি তা হলে না আসি। কারণ আমি ওখানে যাব, সবার সঙ্গে দেখা হবে। ওখানে গিয়ে তো আর অভিনয় করা সম্ভব না। এরপর সে বলল- ঠিক আছে তুমি যেটা বেটার মনে করো সেটা করো’।
গোলাম মাওলা রনির ‘অরুণাপল্লী’ নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। সে বিষয়ে ফারজানা বলেন, রনি বলেছে- ওই বাড়ি
একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা