মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) জেলা নীলফামারী প্রতিনিধি:-
নীলফামারীর ডিমলা উপজেলায় গলায় রশি দিয়ে আছোয়াত (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা গ্রামের পূর্বপাড়া এলাকায়। নিহত আছোয়াত ওই এলাকার আইজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
তবে কী কারণে আছোয়াত আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।”
স্থানীয়দের মতে, আছোয়াত শান্ত স্বভাবের ছেলে ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা