মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে নাউতারা ব্রিজের নিচে নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী চক্র প্রতিনিয়ত ব্রিজের নিচের অংশে কাটাছেঁড়া করে বালু উঠিয়ে বিক্রি করছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজটির মূল কাঠামো।
এলাকাবাসীর মতে, ব্রিজটি ভেঙে গেলে দু’পাড়ের কয়েক হাজার মানুষের দিনের পর দিন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হবে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়বে বিপাকে। স্থানীয়রা বহুবার এ কাজ বন্ধের দাবি জানালেও প্রশাসনিক পদক্ষেপ না থাকায় অবৈধ উত্তোলন থামছে না।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকার মানুষ। তারা বলেন, “অবৈধভাবে বালু কাটার কারণে ব্রিজের গোড়ায় গর্ত তৈরি হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এদিকে সচেতন নাগরিকরা জানিয়েছেন, সরকারি স্থাপনা রক্ষায় এখনই যদি ব্যবস্থা নেওয়া না হয়, ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে এ অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এলাকাবাসী।
একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা