মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-
নীলফামারী, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহাড়া গ্রামের সিংগাহারা নদীর ওপর নির্মিত পুরনো একটি ব্রিজ এখন ১০ গ্রামের মানুষের জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটি সম্প্রতি টানা বর্ষণে ও নদীর পানির প্রবল চাপে দেবে গিয়ে একেবারে অচল হয়ে পড়েছে। ফলে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, ব্রিজ নয় যেন দুর্ভোগের মরণফাঁদ।
ব্রিজটির মাঝখান ও দুই পাশে নিচু হয়ে পানির নিচে তলিয়ে গেছে। ফলে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে পার হওয়াও এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
কোমর সমান পানি পার হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। পথচারী, স্কুলগামী শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহণকারী রোগী, কৃষিপণ্য নিয়ে বাজারে যাওয়া কৃষক কিংবা কর্মজীবী মানুষ- সবাইকে এই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা ব্রিজটির বেহাল অবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের
দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন, এই অবস্থা চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা আব্দুল মালেক জানান, প্রতিদিন সাইকেল নিয়ে ব্রিজ পার হতে গিয়ে কষ্ট করতে হয়। কখন যে পানিতে পড়ে যাই, বুঝতেই পারি না। শিশুরা স্কুলে যেতে ভয় পায়। আর বৃষ্টি হলে তো আমরা ঘর থেকেই বের হতে পারি না। ইসমাইল হোসেন বলেন, বাচ্চাদের নিয়ে হাসপাতাল যেতে হলে অনেক দূরের বিকল্প পথ দিয়ে ঘুরে যেতে হয়। সময়, টাকা, কষ্ট- সবমি-লিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ।
কৃষক জাকির হোসেন বলেন, আমরা বলেছি। অনেকবার চেয়ারম্যান, মেম্বার- সবার কাছে গেছি। কেউ দেখে না, শোনেও না। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ব্রিজটি দ্রুত সংস্কার করা হোক, না হলে তাদের চলাচলের একমাত্র ভরসাটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। উপজেলা প্রকৌশলী সোহেল রানা বলেন, আমি এখানে নতুন এসেছি আমি বিষয়টা দেখব।

একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা