✍️ মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) জেলা নীলফামারী প্রতিনিধি:-
সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র ডিসি মোড়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের জীবিকার নিশ্চয়তা না থাকলে স্বাধীন সাংবাদিকতা টিকবে না। তাঁরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড তুলে ধরে শ্লোগান দেন — “সাংবাদিকতা বাঁচাও, গণমাধ্যম বাঁচাও”।
বক্তারা বলেন, নবম ওয়েজ বোর্ড অবিলম্বে বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম মাসিক বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিখুন। তিনি বলেন,
“সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা বলেন,
“দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকরা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন। সরকারকে অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন—
নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, মাছরাঙা টিভির মঞ্জুরুল আলম সিয়াম, দৈনিক জনকণ্ঠের তহমিনা হক ববি, সাপ্তাহিক নীলচোখ সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, আরটিভির হাসান রাব্বি প্রধান এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ মিলন ও দৈনিক নতুন সময়ের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সহ অনেকে।
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিকদের জন্য দুই দিন সাপ্তাহিক ছুটি নির্ধারণ এবং পৃথক শ্রম আদালত গঠনের দাবিও জানান।
তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান— সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় ঘোষিত ২১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা