Top News

ডিমলায় বন বিভাগের গাছ চুরির অভিযোগ

 

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন)জেলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বন বিভাগের গাছ চুরির অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিমলা ফরেস্ট বিটের বিভিন্ন এলাকায় সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পর ও সংশ্লিষ্ট বিট কর্মকর্তা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক সচেতন নাগরিক জানিয়েছেন, সরকারি সম্পদ রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি নিজেই গাছ চুরির ঘটনায় নীরব ভূমিকা পালন করেন, তাহলে বন সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে ডিমলা ফরেস্ট বিট কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, এলাকাবাসী বন বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন, যাতে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হয় এবং সরকারি সম্পদ রক্ষা পায়।

Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন