Top News

বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা?

  বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচি

  মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে, এখনো ৬৩টি আসনে প্রার্থী তালিকা বাদ রয়েছে। কোথাও কোথাও পুরো জেলা, অনেক জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি।

 

সোমবার রাতে প্রার্থী তালিকা ঘোষণার পর ওই ফাঁকা আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছে সেটি নিয়েও নানা আলোচনা চলছে রাজনীতিতে।

ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র বিবিসি বাংলা এই তথ্য জানিয়েছে।

অবশ্য, সোমবার রাতে দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমাদের (বিএনপির) সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, যে সমস্ত আসনে তারা আগ্রহী, সে সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন, তখন আমরা চূড়ান্ত করব"।

 

তবে ওই ফাঁকা আসনগুলোতে সবাই যে জোটের প্রার্থী হবে সেটির নিশ্চয়তা নেই। তবে বিএনপি যে সব আসন ফাঁকা রেখেছে তার মধ্যে কিছু আসনে মিত্র জোটের প্রার্থীরা বিএনপির 'গ্রিন সিগনাল' নিয়ে মাঠের প্রচারণায় নেমেও পড়েছে।

 এমনই একটি আসন ঢাকা ১৩। এই আসনে সমমনা দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এরই মধ্যে বিএনপির সবুজ সংকেত পেয়ে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন।

 আবার বিএনপি যে সব আসন 'ফাঁকা' রেখেছে সেগুলোতে শরীক দলের যাদের কথা বিবেচনা করে ফাঁকা রাখা হয়েছে সে সব দল বিএনপির সাথে শেষ পর্যন্ত জোটভুক্ত হবে কি-না সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চললেও এনসিপির শীর্ষ নেতৃত্ব সে সব আসনে নির্বাচন করার কথা রয়েছে, সেসব আসনে এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি।

 


Post a Comment

দৈনিক নতুন সময়ের পত্রিকা

নবীনতর পূর্বতন