মাদকের বিরুদ্ধে ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্রদের ব্লকেড কমসূচি

 

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-
নীলফামারীর ডিমলায় ভারতীয় সীমান্ত দিয়ে মাদক চোরাকারবারিদের গ্রেপ্তারের দাবি ও শিক্ষার্থীকে হামলার প্রতিবাদে ডিমলা ব্লকে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

  বুধবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের বিজয় চত্বর থেকে মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

বিকেল  ৪টার সময় বাবুরহাট বাজার এলাকায় দেখা যায়, বিজয় চত্বর থেকে মিছিল নিয়ে স্মৃতি অম্লানে অবস্থান নেন শিক্ষার্থীরা।এ সময় তাদের হাতে মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। দুই ঘণ্টা অবস্থান নিয়ে তারা মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। মাদক ব্যবসায়ীদের জন্য সীমান্তে যে উত্তেজনা চলছে, তা চলতে দেওয়া যায় না।এছাড়া মাদকের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্র প্রতিনিধি ও আন্দোলনকারীদের ওপর হামলা এবং হত্যার হুমকিরদাতাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

পরে সন্ধ্যা ৬টার দিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া সেখানে আসেন। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি তুলে নেন। 

জানা গেছে, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের হাতে হামলার শিকার হয়েছেন নীলফামারী সরকারি কলেজের এমবিএ শিক্ষার্থী এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. রেজাউল করিম নামে এক শিক্ষার্থী। রেজাউল করিম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা ঘাটের পাড় গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় চিহ্নিত মাদক ও অবৈধ গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম, নুর আলম, নুর ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। তবে, মাদক ব্যবসার মূলহোতাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের আগেই তাদের জামিনে মুক্তি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভও বিরাজ করছে।

কোন মন্তব্য নেই

দৈনিক সময়ের পত্রিকা

মাদরাসায়ও চালু হচ্ছে মেধাবৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা ডিসেম্বরে

  নিজস্ব প্রতিবেদক  :-  এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিত...

Blogger দ্বারা পরিচালিত.